অনেকেই বলে সুভদ্রা অর্জুন মামাতো পিসাতো ভাই বোন হয়ে তাদের মধ্যে বিয়ে হল কেন ???
তাহলে কৃষ্ণ কি রক্তের সম্পর্কের ভাই বোনের বিয়ে সাপোর্ট করে ???
ভগবান শ্রী কৃষ্ণ হচ্ছেন যাদব বংশের আর কুন্তীর বা অর্জুনের বংশ হচ্ছে ক্ষত্রীয় ।
কুন্তীর স্বামীরা দুই ভাই ছিলেন । আর এই দুই ভাইয়ের জন্ম ও অলৌকিক ভাবে মহা ঋষি ব্যাসদেবের অার্শিবাদে জন্ম । আর অর্জুনের জন্ম ও অলৌকিক ভাবে ইন্দ্রদেবের আশির্বাদে অর্থাৎ অর্জুন কুন্তির গর্ভজাত সন্তান নয়। তাছাড়া কুন্তিকে কুন্তিভোজের রাজা দত্তক নিয়েছিলেন। শাস্ত্রে দত্তকী কন্যার জন্ম পরিচয় বিলুপ্ত হয়ে পিতৃপরিচয় প্রাধান্য পায়।
সে হিসেবে কুন্তীর সাথে যদুবংশ এর কোন সম্পর্ক থাকার কথা নয়। দান সর্বদা প্রফুল্লচিত্তে পুরো অধিকার ত্যাগ পূর্বক করতে হয়। যদু বংশ কুন্তীকে কুন্তিভোজের রাজার কাছে পূর্ণ অধিকার ত্যাগপূর্বকই দান করেছিলো অতএব কৃষ্ণের আর অর্জুনের পরিবার তথা সুভদ্রা আর অর্জুনের কোন রক্তের সম্পর্ক ছিল না। কুন্তি শ্রী কৃষ্ণের আপন পিসি নন। রক্তের কোন সম্পর্ক কুন্তির সাথে ছিল না। এছাড়াও এই বিয়েটি আপদধর্মের অন্তর্ভূক্ত