হাকিকত রায় (Haqiqat Rai) একজন হিন্দুবীর
=================================
আজকের পাকিস্থানের শিয়ালকোটে ১৭ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। উনাকে বর্বর মুঘল দ্বারা হত্যা করা হয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ না করায়।
কিছু কট্টরপন্থী মুসলিম হিন্দু ধর্মের দেবদেবী সম্পর্কে আপত্তিজনক উক্তি করেছিল, এরপর হাকিকত রায়ও তাদেকে বলেন যে যদি আমি তোমাদের ধর্ম নিয়ে এইসব বলি তাহলে কেমন লাগবে।
কট্টরপন্থীরা অভিযোগ নিয়ে মুঘল প্রশাসনের দরবারে পৌঁছে যায়। হাকিকত রায় সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং তারা জিজিয়া কর (মুঘলরা অমুসলিমদের থেকে যে ট্যাক্স নিত) প্রদান করতেন। তবুও মুঘল আতঙ্কবাদীরা হাকিকত রায়কে মাফ করতে অস্বীকার করে এবং মৃত্যুর সাজা ঘোষণা করে। মৃত্যুদন্ড প্রদানের দিন, মুঘলরা তাকে বলেছিলো তুমি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। হাকিকত রায়ের পরিবারও তাকে ইসলাম গ্রহণ করে নিতে বলেন, যাতে প্রাণ বেঁচে যায়।
কিন্তু ১৪ বছরের হাকিকত রায় সবার সামনে গর্জন করে বলে, তোমার আঁকার মধ্যে শক্তি আছে, আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে ইসলাম কবুল করিয়ে দেখাও। ধর্ম রক্ষায় হাকিকত জীবন দিয়েছিলেন, মাথা নত করেন নি।
আজকে যখন সরস্বতী পুজোর দিন কিছু লোকজনের কাছে প্রেম করার দিনে পরিণত হয়েছে, তখন হকিকত রায় এর ঘটনা যেন অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর কাজ করবে।