হিন্দু ধর্ম সংস্কারে বাধা আমরা।
হিন্দু ধর্মের সংস্কার ছাড়া সনাতন ধর্মকে বর্তমান পর্যায়ে আনা সম্ভব হতোনা। এরজন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজারামমোহন রায়ের প্রতি। অথচ পরিতাপের বিষয় কারন এরা ব্রাত্য। কোন মন্দিরে এদের নামটিও নেয়া হয়না। কেন??
যেনসাভারকারকে কংগ্রেস একজন রাষ্ট্রদ্রোহী বানিয়ে রেখে গেছে। অথচ সাভারকর হিন্দুদের জাত পাত ব্রাহ্মণ্যবাদ দূর করে শোষিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার সংস্কারের প্রতিটি পদক্ষেপ স্বার্থবাদী গোষ্ঠী থমকে দিয়েছে। এমন কি তার নাম নেয়াও অপরাধ। এতো অন্যায় এতো অবিচার করে হিন্দুরা কার স্বার্থ রক্ষা করছেন। তাবেদার, অর্থলোভী গোষ্ঠীর ধর্ম আর সাধারনের লক্ষ্য এক নয়।
হিন্দু ধর্মে চামার মেথর ঢুলি নিম্ন বর্ণের অধিকার আর দমিয়ে রাখা যাবেনা। আমরা বিবাদ চাইনা তবে অধিকারের ব্যাপারে আপোস নয়। সমতার ভিত্তি যদি নাই থাকে তবে “তুমি মহারাজ , আর আমি তোমার কৃপাপ্রার্থী! সহস্র বছর ধরে এ অন্যায় আর চলবেনা। আমরা এ দেয়াল ভাংবই।