হিন্দু নাম দেখলেই হিন্দু ভেবে ভুল করবেন না
———————————————————
যারা নতুন হিন্দু বা ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়, তারা তাদের নাম ও ফ্যামিলি নাম পাল্টায় না! তাদের সন্তানদের ও পূর্বের ধর্মের নাম থাকে, কেবল মাঝখানে খ্রিস্টান ফ্যামিলি নাম বা নামের প্রথমে একটা খ্রিস্টান ডাক নাম দেয়। তৃতীয় পুরুষে একটা হিন্দু নাম রাখে, বাকি ২ টা খ্রিস্টান নাম। আর তাদের সন্তান হলে খ্রিস্টান নাম রাখে, ডাক নাম বাংলা নাম রাখে!
এর কারণ অনেক রকম। ০১. যাতে তারা সমাজে সমস্যায় না পরে! ০২. নব্য খ্রিস্টান দের পুরানো রা বিশ্বাস করেনা। তাই তিন পুরুষ পরীক্ষা করার পর খিস্টান নাম রাখতে দেয়। ০৩. আর এই নব্য খ্রিস্টান দের দিয়ে আরও অনেককে খ্রিস্টান বানানো হয়।
আমি এমন ২ জন নারী পুরুষ কে হিন্দু ভাবে ভুল করেছিলাম। অনেকদিন পর এদের ধর্ম জানতে পেরেছি। আর এরাও নিজের ধর্ম লুকিয়ে আমার সাথে হিন্দু হিসাবেই মিশতো !
বাংলদেশে হিন্দুদের কে মুসলিম ও খ্রিস্টান রা টার্গেট করেছে, ধর্মান্তর করাতে ! বাড়ি ঘরে গিয়ে সব দেখে শুনে বুঝে যদি কেহ খবর দেয় যে আপনার সোশ্যাল মিডিয়া তে পরিচিত ব্যক্তি হিন্দু, তখন তাকে হিন্দু হিসাবে গণ্য করবেন!