হিন্দু মেয়ে ভালবেসে মুসলমান ছেলেকে বিয়ে

Uncategorized

শুধু বেশ্যা হওয়ার বাকী রয়েছে!!🙏🙏

#হিন্দু মেয়ে ভালবেসে,
#মুসলমান ছেলেকে বিয়ে করে।
বর-কনে উভয়ই স্বধর্মে থেকেই কোর্ট থেকে স্পেশাল ম্যারেজ এক্টে বিবাহের যাবতীয় কার্য সম্পন্ন করে।
কিন্তু বিয়ের পর ছেলের বাড়িতে উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই বিপত্তি। ছেলের বাড়ির লোক জেনে গেছে তাদের নতুন পুত্রবধু হিন্দু, তাকে মুসলমান বানানো হয়নি। খবরটি ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হয় না।
মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামের মুসলমানরা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থাকে। নবদম্পতি’র গাড়ি আসা মাত্রই ঝাঁপিয়ে পড়ে তারা, ভাঙচুর করা হয় গাড়ি।
এরপর তাদেরকে ধরে নিয়ে গিয়ে,
থানায় সোপর্দ করা হয়।

মুসলমান পরিবারটির দাবি, এই বিয়ে বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত হিন্দু মেয়েটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো না হচ্ছে ততক্ষণ অবধি তারা বরকনে কে গ্রামে প্রবেশ করতে দেবে না।
ঘটনাটি ঘটেছে, মহারাজপুর (গ্রাম), মুকসুদপুর, গোপালগঞ্জে। উল্লেখ্য, গোপালগঞ্জ বাংলাদেশের সবচেয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা।

আমি এখানে নিজস্ব কোনো বক্তব্য যোগ করছি না। কারণ এইসব বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত, নতুন করে আর কিছু বলার নেই!

লিখেছেন….
  জুঁই বিশ্বাস।
গোপালগঞ্জ, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *