হেলিকপ্টারে চড়িয়া হুজুর মনে মনে মুচকি মুচকি হাসিয়া কহিলেন

Uncategorized

হুজুর হেলিকপ্টার হইতে অবতরন করিলেন, এরপর কিছুক্ষণ বিশ্রাম শেষে উন্নত মানের নাস্তা গলধঃকরণ করিয়া তিনি স্টেজে উঠিলেন।

তারপর চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দিয়া কান্দিয়া, নবীজি (সাঃ) কিভাবে খেজুরের পাটিতে শুইতেন, কিভাবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া শত শত মাইল ভ্রমন করিয়া ইসলামের দাওয়াত দিতেন, কিভাবে প্রায়শই অনাহারে অর্ধাহারে থাকিতেন, বয়ান করিলেন।

অতঃপর বয়ান শেষে গলা পর্যন্ত বিরানী, কোপ্তা, মোরগের রেজালা, কাবাব , ফিরনি দিয়া  উদর পুর্তি করিয়া  তৃপ্তির ঢেকুর তুলিয়া খিলান কাঠি দিয়া দাঁতের ফাঁকের ময়লা সরাইয়া কয়েক দফা থুথু ফেলিলেন। এরপর এক্সট্রা ডাবল জর্দা দেয়া পান মুখে নির্দয়ভাবে ভরিয়া যাবর কাটিতে কাটিতে হুজুর পূর্ব কন্ট্রাক্ট অনুযায়ী ২/৩ লাখ টাকার কয়েকটা বান্ডিল পকেটে ভরিয়া  হেলিকপ্টারযোগে প্রস্থান করিলেন। তাহার  হেডফোনে তখন একটানা বাজিয়া চলিয়াছে   “It’s beautiful life, o o o o o…………..it’s beautiful life”।

এদিকে আমরা ..ঠিক ঠিক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলিতে বলিতে বাড়ীর পথে রওনা হইলাম… ঘরে ফিরিয়া গল্প করিলাম, হুজুরের কণ্ঠ কি সুমধুর….!!! 🥴

ওদিকে হেলিকপ্টারে চড়িয়া হুজুর মনে মনে মুচকি মুচকি হাসিয়া কহিলেন, জনগণরে মুরগী বানাইয়া এত কম সময়ে সামান্য গলাবাজি আর চাপা ঝাড়িয়া ঝাড়িয়া লাখ লাখ টাকা ইনকাম, সাথে মাগনা মেঘের ভেলায় ভাসিয়া ভাসিয়া পাখির চোখে নিচে দেশের সবুজ প্রকৃতি দর্শন, আহা মন্দ কি! ইসলাম প্রচারের তৃপ্তির ঢেকুর তুলিতে তুলিতে হুজুর ভাবিয়া মরে, যে দেশে একদা যুবসমাজ যাত্রা-পালা আর অশ্লীল নৃত্য দেখিয়া উচ্ছনে যাইতেছিল, সেই স্থানেই মাহফিল বসাইয়া সেই যুবসমাজরে আজ আমরা ইসলামমুখী করিয়া দেশের কতো বড় উপকার করিলাম, দেশের মানুষ-সরকার তাহার কিই বা আর খবর রাখে, খালি ট্যাক্স দ্যাও ট্যাক্স দ্যাও করে! দেশের যুবসমাজের যে উন্নতি সাধন করিলাম, তাহা কি ট্যাক্সের টাকায় পরিমাপ করা যায় রে হতচ্ছাড়া! 🤣🤣

অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হইলো, যাহারা তাহাদেরকে এত টাকা ডোনেশন দিয়া আনেন, তাদের কাছে কিছু গরীব মানুষের কল্যাণে টাকা চাহিবেন, তো আপনারে তাহারা এমন হাইকোর্ট দেখাইবে  মনে হইবে, টাকা বরঞ্চ উনাদের ডোনেট করিলেই বরঞ্চ তাহাদের অবস্থার উন্নতি হইতো 🥴। কিন্তু  শর্টকাট পথে জান্নাতের আশায় ধর্ম ব্যবসায়ীদের ভোগ-আরামে এরা হাজার হাজার চাহিদামাত্র উনারা ছাড়িতে প্রস্তুত ! আর লাখে লাখে  মাথামোটা মফিজ, আবুল আর কালো উপার্জনকারীদের  শয়তানদের দূর্বলতার সুযোগ নিয়াই বর্তমানে হুজুরদের ধর্ম ব্যবসা এত জমজমাট! শর্টকাট সহজ উপায়ে মফিজ টাইপের জনগণের মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া আপাতদৃষ্টিতে হালাল আয় দাবিকৃত অঢেল মাল কামানোর ধান্ধাবাজির ব্যবসার গন্ধ যখন খাটাস হুজুরদের নাকে আসিয়া পৌঁছিয়াছে, তাহা কি আর ছাড়া যায়! একেবারে সলিড কালো আয়, মাগার হুজুরের পকেটে ঢুকলেই তাহা সহি হালাল, কোন জবাবদিহিতা নাই , নাই  কোন রেকর্ড, একদম ট্যাক্স ফ্রি হালাল ইনকাম। আহারে মজার জীবন 😋! চালিয়ে যাও, হুজুর, চালিয়ে যাও, প্রয়োজনে আরও বেশি বেশি মাহফিল বসাও, পাবলিকদের আরও বেশি বেশি ছাগু বানাও কুচ পরোয়া নেহি।

[ কিছু সংগৃহিত, সংশোধিত ও আমার কথা সংযোজিত ।

©️ Shumon Islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *