১৯৭১ সালের বাংলাদেশের হিন্দু নির্যাতনের কিছু তথ্য

Bangladesh Blog হিন্দু

১৯৭১ সালের বাংলাদেশের হিন্দু নির্যাতনের কিছু তথ্য

১৯৭১ সালের বাংলাদেশের হিন্দু নির্যাতনের কিছু তথ্য:
*প্রায়২৪ লক্ষ্য হিন্দুকে মারা হয় ১৯৭১সালে।
*বাংলাদেশ সরকারের হিসাব মতে মোট মারা যায় ৩০লক্ষ মানুষ।
যার শতকরা ৮০ ভাগ ছিল হিন্দু যা সে সময় মোট হারিয়ে (missing population)যাওয়া হিন্দু জনগোষ্ঠীর প্রায় সমান।
*ভারতে আশ্রয় নেয়া রিফিউজির প্রায় ৮০ শতাংশ ছিল হিন্দু ।
*সে সময় মুসলিম প্রতিবেশিরা নিজেরা বাঁচতে হিন্দু বাড়িঘর আর দোকানে হলুদ কালি দিয়ে ইংরেজি এইস(H) লিখে রাখত।
এভাবে পরিকল্পনা করে হিন্দুদের হত্যা করা হয় ।
এবার জেনে নেন কিছু পরিসংখ্যান:
*১৯০১ সালে মোট জন গোষ্ঠীর ৩৩% ছিল হিন্দু
*১৯৭২ সালে ছিল ১৩% হিন্দু
*২০০১ সালে ৯দশমিক৩ % হিন্দু
*যদিও বৌদ্ধ ও খৃষ্টান দের শতাংশ অপরিবর্তিত —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *