২০০৬ সালে কাতার ও ইসরায়েল যৌথভাবে ইসরায়েলে “দোহা স্টেডিয়াম” নির্মাণ করে।
১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাতার ও ইসরায়েল সরাসরি বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যায়।
২০২২ ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করলে ইসরায়েল ফুটবল দল কাতারে খেলবে।
২০০৮ এবং ২০১২ সালে ইসরায়েলের টেনিস তারকা কাতার ওপেনে অংশ নিয়ে ৩য় স্থান অর্জন করেন।
২০১৪ সালে ইসরায়েলি সাতারবিদ কাতারে সাতার টুর্নামেন্টে অংশ নেন।
২০১৬ ইসরায়েলি বিচ ভলিবল খেলোয়াড় কাতারের টুর্নামেন্টে অংশ নেন।
২০১৮ সালে ইসরায়েলের টেনিস এবং হ্যান্ডবল খেলোয়াড় কাতার টুর্নামেন্টে অংশ নেন।
২০১৯ সালে ইসরায়েলি জিমন্যাস্ট আলেকজান্ডার কাতারে একটি টুর্নামেন্টে গোল্ড মেডেল অর্জন করলে কাতারে ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
২০০৭ সালে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ কাতারে একটি উচ্চ পর্যায়ের সফর করেন। শিমন পেরেজ ১৯৯৬ সালেও কাতার সফর করেছিলেন।
২০০৮ সালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০০৭ ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
২০১৩ সালে ৬০ জন ইয়েমেনিকে কাতার হয়ে ইসরাইলে পলায়ন করতে কাতার সহযোগিতা করে।
২০২০ সালে ইসরায়েলের ডা. ভেরেদ উইন্ডম্যান কাতারে একটি সম্মেলনে অংশ নেন।